• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৩২টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়ে দিলো  ভ্রাম্যমাণ আদালত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১১ পিএম
ভ্রাম্যমাণ আদালত
৩২টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়ে দিলো

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ টি নিষিদ্ধ  চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো ঘটনাস্থল কুমারপাড়া বিলের পাশেই জ্বালিয়ে দেয়া হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। 

এ সময় থানা পুলিশ ও বাচোর ইউপি সদস্য তুলারাম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাংবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সে সময়  কুমারপাড়া বিলে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। আগেই  টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়।

পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী পুলিশ ও ইউপি সদস্যের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলাম বলেন, চায়নাদুয়ারী জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image