• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৯ এএম
বিমান বিধ্বস্তে
ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিবিসি নিউজ।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারী এমব্রেয়ার লিগ্যাসি বিমান টারভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৩ জন ক্রু সদস্যসহ ১০জন যাত্রী ছিলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরোহীদের একজনের নাম প্রিগোজিন। তবে ওই দুর্ঘটনা নিয়ে আর কোনো তথ্য জানাননি তারা।

এর আগে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজে মস্কোর উত্তরে টাভার অঞ্চলে গুলি করা হয়েছিল বলে জানায়, ওয়াগনারের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন।

নিউজ এজেন্সি তাস বলেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি মাটিতে পড়ে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। এরই মধ্যে সেখানে চারটি মৃতদেহ পাওয়া গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে অন্তত আধঘন্টা উড়েছিল।

গত জুনে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর থেকেই আত্মগোপনে ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন। সেই বিদ্রোহের পর সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিলেন তিনি। সেসময় প্রিগোজিন দাবি করেন, তিনি আফ্রিকা আছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image