
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। নিহত পারভেজ হোসেন (২২) উপজেলার দাদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারীপুর গ্রামের আলী আজগর বেপারী বাহার উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানায়,নিহত পারভেজ মুদি দোকানের পাশাপাশি ব্যাটারি চালিত একটি অটোরিকশা স্থানীয় এক যুবকের কাছে ভাড়ায় চালাতে দিত। শুক্রবার রাত ৮টার দিকে সে তার মুদি দোকানের পিছনে ওই অটোরিকশা চার্জ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: