• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জনসম্মুখে কঠিন চাপের মুখোমুখি হতে হয় : ফায়ার সার্ভিসের ডিজি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম
 জনসম্মুখে কঠিন চাপের মুখোমুখি হতে হয়
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

নিউজ ডেস্ক : ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, রাজধানীর ভবনগুলো অগ্নিদুর্ঘটনা থেকে নিরাপদ হচ্ছে না। এ বিষয়ে এমন সব কঠিন চাপের মুখোমুখি হতে হয়, যা জনসম্মুখে বলার মতো নয়।

রাজধানীর মিরপুরে শনিবার (২ মার্চ) ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বিষয়ে আয়োজিত মহড়ায় এসব কথা বলেন তিনি।

ঝুঁকিপূর্ণ ভবনে একের পর এক অগ্নিদুর্ঘনার বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমরা সচেতন নই। তাই ভবনগুলো অগ্নিকাণ্ডের জন্য নিরাপদ হচ্ছে না। শুধু তাই নয়, আমাদের ওপর এমন চাপ আসে, যা জনসম্মুখে বলার মতো না। এটা আমার জন্য কঠিন হয়ে যায়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, ‘বাড়ির ডিজাইনের ক্ষেত্রে টাকার কথা ভাবি। তাই মৃত্যুর ফাঁদ হয়ে ওঠে আমাদের বাড়ি। মানুষের জীবন অনেক মূল্যবান।’
 
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনকে আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা ভূমিকম্পের গভীর ঝুঁকিতে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ভবনগুলো সংস্কার করে সহনশীল করে তুলতে হবে। হতাশার জায়গা নেই। কাজ করতে হবে। স্কুল-কলেজেও দুর্যোগ মোকাবিলার শিক্ষা দিতে হবে।’
  
ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image