
নিউজ ডেস্ক: আমেরিকায় গোলাগুলির ঘটনা থেমে নেই। প্রতিদিনই এ সংক্রান্ত ঘটনা সামনে আসছে। সর্বশেষ ঘটনাটি দেখা গেছে আমেরিকার কলোরাডোর রাজধানী ডেনভারে, যেখানে শনিবার সকালে একটি পার্টিতে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনজন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ডেনভার পোস্টের প্রতিবেদনে পুলিশের সূত্র দিয়ে জানিয়েছে, আমরা ডেনভারের আইটি স্টোরফ্রন্ট এলাকায় গুলি চালানোর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তারা তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে অন্যান্য আহতদের চিকিৎসা চলছে। পুলিশ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে। আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে তবে মৃত তিনজনই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, অন্তত দুটি বন্দুক থেকে গুলি চালানো হয়েছে। কেন গুলি করা হয়েছে এবং কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: