
মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি: জলঢাকা উপজেলার সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ জনসাধারণের ব্যাংকিং কার্যক্রম সহজ করতে এটিএম বুথ চালু করেছেন সোনালী ব্যাংক, জলঢাকা শাখা, নীলফামারী।
মঙ্গলবার সকালে জলঢাকা শাখা কার্যালয়ে এ বুথ উদ্বোধন করা হয়। বুথটি উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিঃ, জেনারেল'স অফিস রংপুর এর জেনারেল ম্যানেজার, মোঃ রশিদুল ইসলাম।
এ সময় জলঢাকা শাখা, নীলফামারী ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মোঃ আব্দুল্লাহিল বাকি'র সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ নীলফামারী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যনেজার (ইনচার্জ) মোঃ আতাহারুল ইসলাম।
সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, সারাদেশের ন্যায় আমাদের জলঢাকায় এটিএম বুথ স্থাপন করেছে সোনালী ব্যাংক লিঃ। এতে আমাদের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ জনসাধারণের ব্যাংকিং কার্যক্রম সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওই ভবনের মালিক ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন। শাখা কর্মকর্তা আব্দুল মোতালেব, তহমিদার রহমার, আশফাকুর রহমান চৌধুরী, মশিউর রহমান ও এটিএম বুথ ইনচার্জ একরামুল ইসলাম মানিক প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: