• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫২ পিএম
জলঢাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা
গমের বাম্পার ফলন

জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে সবুজ গমের শীষের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। উপজেলার ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের মধ্যে গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈইমারী, মীরগঞ্জ ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণ গম চাষাবাদ হচ্ছে।

রবিবার  উপজেলার গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী  ইউনিয়নের চরাঞ্চলসহ অন্যান্য ইউনিয়নে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ বছর আগেও জলঢাকা  উপজেলার ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় তামাক চাষ হতো। সরকারি-বেসরকারি প্রচারণার কারণে কৃষক তামাক চাষে নিরুৎসাহিত হয়। তারা তামাকের বদলে এখন গম চাষে ঝুঁকে পড়েছেন।

গোলমুন্ডা  ইউনিয়নের ভাবনচুর চর এলাকার কৃষক মিজানুর  রহমান বলেন, আগে আমরা চরে তামাক চাষ করতাম কিন্তু তামাকে ক্ষতির কথা জানার পর গম চাষ শুরু করি। আশা করি এবারে ফলন ভালো হবে।

উপজেলার কৈইমারী   ইউনিয়নের চর অঞ্চলের  কৃষক  শাহআলম জানান, কম খরচে লাভ বেশি হওয়ায় এলাকার কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ বলেন, গম চাষ বৃদ্ধির জন্য উপজেলা কৃষি বিভাগ কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। প্রণোদনা হিসেবে বীজ ও সার দেয়া হয়েছে। এবারে উপজেলার ৪৪৮ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি ফলন ভালো হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image