ডেস্ক রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাড়িতে অভিযানে জঙ্গি আস্তানা সন্দেহে ৮ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শনিবার (১২ আগষ্ট) সকাল ৭টার দিকে বাড়িটিতে সিটিটিসি অভিযান শুরু করে। এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না তারা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম ।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: