• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে মাদকদ্রব্যসহ আটক -৬


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৬ পিএম
মাদকদ্রব্যসহ আটক -৬
আটককৃতরা

বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: মাদকদ্রব্যের সরবরাহ ও সেবনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ফলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে দেশের উন্নয়নের ধারক সব যুবকদল। এই জন্যই সরকার মাদকদ্রব্যের সরবরাহ সেবন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় দিনাজপুর বিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে (১২ জুলাই) রাত্রি ২০ঃ২৫ ঘটিকার সময় বিরামপুর পৌরসভাধীনে অভিযানে ২নং ওয়ার্ডের চকপাড়া মৌজাস্থ ১নং আসামী মোঃ ইকবাল হোসেন চৌধুরী (৬০) এর বসতবাড়ির ভিতর আঙ্গিনা হতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করাকালে ১'৫১৬ (এক হাজার পাঁচশত ষোল) পিচ ইয়াবা ট্যাবলেট,যার অনুমান মুল্য = ৬,০৬,৪০০/-(ছয় লক্ষ ছয় হাজার চারশত) টাকা,৪৬ (ছেচল্লিশ) গ্রাম হেরোইন,যার অনুমান মূল্য-২,৩০,০০০/-(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা, মাদকদ্রব্য পরিমাপক ছোট সাইজের ডিজিটাল ওয়েট মেশিন ০১টি, মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের কাজে ব্যবহৃত ফুয়েল পেপার রোল ০১টি, মাদক বিক্রয়ের নগদ-৪৮,৮৫০/-(আটচল্লিশ হাজার,আটশত পঞ্চাশ) টাকা, ০৬ টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী আসামি ১.মোঃ ইকবাল হোসেন চৌধুরী (৬০), পিতা-মোকছেদ আলী ২.মোঃ রেজুয়ান হোসেন (২৬), ৩.মোঃ রকি হোসেন (২১), উভয় পিতা-মোঃ ইকবাল হোসেন চৌধুরী,সর্ব গ্রাম-চকপাড়া, ৪.মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আনিছুর রহমান ,গ্রাম -তৈয়বপুর, ৫.মোঃ তুহিন হোসেন সরকার (২৫), পিতা-মোঃ বাবুল হোসেন সরকার,গ্রাম-চকপাড়া (কল্যানপুর) , ৬.মোঃ ইলিয়াছ আলী (৩৩), পিতা-মোঃ মাবুদ মিয়া,গ্রাম-চকপাড়া, সর্ব থানা-বিরামপুর, জেলা -দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিরামপুর থানা সূত্র মতে জানা যায়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা হয়েছে যার মামলা নং-০৮, তারিখ-১২/০৭/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) সারণির ১০(ক)/৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে।

উক্ত গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অভিযান পরিচালনাকারী সুমন কুমার মহন্ত,অফিসার ইনচার্জ,বিরামপুর থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নওয়াবুর রহমান,এসআই/মোঃ এরশাদ মিয়া,এসআই/মোঃ নূর আলম সিদ্দিক,এসআই/ মোঃ মামুনুর রশিদ, এসআই/মোঃ শাহীন শেখ,এসআই/নিহার রঞ্জন সরকার,এএসআই/মোঃ আব্দুল হাকিম ও সঙ্গীয় ফোর্স সমন্বিত দল কাজ করেছেন।

ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী/কেএন

আরো পড়ুন

banner image
banner image