নিউজ ডেস্ক : আবারও বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণমিছিল করবে। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় এ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচি পালন করতে সমমনা দল এবং জোটের নেতাদেরকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আগামী শনিবার বিএনপি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে। সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি দিয়েছে।
গত ১৮ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: