
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামে আদিবাসী পল্লীতে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন, ইউএসএ এর আর্থিক সহযোগিতায় কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার (সিএমসি) আনন্দময় শিশু শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। উক্ত প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে প্রতি শিফটে ৩০ জন করে ২টি শিফটে মোট ৬০ জন শিক্ষার্থী রয়েছে। উক্ত কেন্দ্রের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১৯ মে সকাল সাড়ে ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিলো, দৌড়, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজ, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউিনিটি ম্যানেজমেন্ট সেন্টার (সিএমসি’র) সভাপতি, মোহাম্মদ আশাদুজ্জামান, প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সরদার, সুখের নীড় বাংলাদেশ (এসএনবি’র) নির্বাহী পরিচালক আজিজার রহমান, প্রেস ক্লাবের সভাপতি শাহ রফিকুল ইসলাম, ক্রাইম জার্নালিষ্ট ক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাবু প্রমূখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: