• ঢাকা
  • বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরাইলের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
গাজার বাসিন্দাদের
ঘর ছাড়ার নির্দেশ ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার পর ইসরাইলের সেনাবাহিনী গাজায় পাল্টা হামলা চালাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘর ছাড়তে বলেছে ইসরাইল।

শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে আতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।  

ইসরাইলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীদের শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।
 
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, ইসরাইলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেয়া শুরু করেছে।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ।
 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ এক ‘দীর্ঘ ও জটিল’ যুদ্ধের মধ্যে প্রবেশ করেছে। হামাসের প্রাণঘাতী হামলার ফলেই এ যুদ্ধ শুরু হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image