• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অ্যারিজোনা ও নেভাদায় কয়েক হাজার ভোট গণনা বাকি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩২ পিএম
আগামী সোমবারের আগে ফলাফল
কয়েক হাজার ভোট গণনা বাকি

নিউজ ডেস্ক:  বিশ্ব রাজনীতির মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে। কিন্তু ভোট গ্রহণের তিনদিন পরেও চূড়ান্ত ফলাফল এখনো আসেনি। কারণ হিসেবে জানা গিয়েছে, দেশটির অ্যারিজোনা ও নেভাদায় এখনো কয়েক হাজার ভোট গণনা বাকি। খবর রয়টার্স।

এই দুই রাজ্যে ডেমোক্র্যাট অথবা রিপাবলিকান দুই দলের মধ্যেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। এদিকে জর্জিয়ায় পুনরায় রান-অফ নির্বাচন হবে আগামী ৬ ডিসেম্বর।

মারিকোপা রাজ্যের প্রধান নির্বাচনী কর্তকর্তা জানিয়েছেন, আগামী সোমবারের আগে ফলাফল পাওয়া যাবে না।

এদিকে ফলাফলের আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। বাইডেন বলেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দেশের ওপর ভরসা রাখার জন্য। স্বচ্ছ নির্বাচনের জন্য আপনারা যে লড়াই করেছেন, সে জন্য ধন্যবাদ।

এডিসন রিসার্চ এক পূর্বাভাসে জানিয়েছে, রিপাবলিকানরা ২১৮টি আসনের মধ্যে ২১১টি নিশ্চিত করেছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা ১৯৭টি জয়লাভ করেছে। এখনো ২৭টি আসনে ঘোড়দৌড় বাকি আছে। এই আসনগুলোতে তীব্র প্রতিযোগিতা চলছে। শেষ ভোট গণনা পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image