• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এবার ইউরো আয়োজন করতে চায় ইতালি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৪ এএম
২০৩২ সালের আসরটি
ইউরো ইতালি

নিউজ ডেস্ক : ইতালি এবার ইউরো আয়োজনের মিশনে নেমেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০৩২ সালের আসরটি আয়োজন করতে চায় তারা। বুধবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসি।

ইতালি ২০২৮ ইউরো কিংবা ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। তবে তখন এফআইজিসি বলেছিল যে, ২০৩২ ইউরো আয়োজন করলে তারা দেশের স্টেডিয়াম অবকাঠামো আধুনিকীকরণের জন্য বেশি সময় পাবে।

২০২৮ কিংবা ২০৩২ ইউরো আয়োজনের জন্য বুধবার তুরস্কও বিড জমা দিয়েছে। ব্রিটেন ও আয়ারল্যান্ড ২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করতে চায়।

উয়েফা জানিয়েছে, সামনের মাসগুলোতে ‘প্রতিটি বিড মূল্যায়ন করে’ অক্টোবরে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি উভয় আসরের স্বাগতিক স্বত্বের ওপর ভোট দেবে।

২০৩২ সালের ইউরো আসরটি আয়োজনের অনুমতি পেলে ১০টি শহরে ম্যাচ হবে বলে জানিয়ে দিয়েছে এফআইজিসি। মিলান, তুরিন, ভেরোনা, জেনোয়া, বোলোনিয়া, ফ্লোরেন্স, রোম, নেপলস, বারি ও কাইয়ারিতে ম্যাচগুলো অনুষ্ঠিত করবে তারা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image