নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রিমান্ড শুনানির সময় আদালতে মন্তব্য করেছেন ‘আমাদের মতো সিনিয়র নেতাদের শেষ করে দেয়া হচ্ছে। এতে দেশ নেতৃত্বশূন্য হবে। এক সময় আসবে যখন আর এ দেশে নেতা খুঁজে পাওয়া যাবে না।’ পরে আদালত মির্জা আব্বাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার রিমান্ড শুনানি চলাকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ কথা করেন তিনি।
আদালতের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মতো সিনিয়র নেতাদের শেষ করে দেয়া হচ্ছে। এতে দেশ নেতৃত্বশূন্য হবে। এক সময় আসবে যখন আর এ দেশে নেতা খুঁজে পাওয়া যাবে না। এ দেশে হিটলারের মতো সবাইকে শেষ করে দেয়া হবে। মহামান্য আদালত, আপনি বিবেক-বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘৫০ বছর রাজনীতি করি। বিএনপিকে আমি তৈরি করেছি অথবা বিএনপি আমাকে তৈরি করেছে। এর মধ্যে একবার শেখ হাসিনার পতনও ঘটিয়েছি।’
শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: