• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তানোরে প্রণোদনা ও আর্থিক অনুদান বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
তানোরে
প্রণোদনা ও আর্থিক অনুদান বিতরণ

সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে ৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী, খরিপ-২ মৌসুমে ২৭০০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ এবং ৭০টি পরিবারের মাঝে ষাঁড়-বাছুর, ও ১৬৬টি পরিবারের মাঝে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এসময় তিনি তাঁর ঐচ্ছিক তহবিল হতে ৩১ জনের মধ্যে আর্থিক অনুদানের অর্থও তুলে দেন।

আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুমন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image