
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলে গলায় লিচুর বিচি আটকে নুসরাত জাহান ( ৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কালান্দর গ্রামের বাদল মিয়ার কন্যা।
জানা যায়, নিহত নুসরাত তার মা সামছুন্নাহারের সাথে একই জেলার উপজেলা নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের নানা নরুল আমিন আকন্দের বাড়িতে বেড়াতে এসেছিল। সে মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নানার বাড়ির সম্মূখের লিচু গাছের নিছ থেকে একটি লিছু নিয়ে খাইতে গিয়ে লিচুর বিচি গলায় আটকে যায়। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক তাকে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা দেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: