
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে। পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ এবারও উপজেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছে।
উপজেলার ৭টি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ। ৭টি কলেজ থেকে মোট ৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে মহিলা ডিগ্রী কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এ কলেজ থেকে ৩৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৯০ জন। পাশের হার ৮৪.৩০ ভাগ। এছাড়া চাটমোহর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন,এ কলেজে পাশের হার ৬৩.১০ ভাগ।
মির্জাপুর ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪জন,এ কলেজে পাশের হার ৭২.৩৪ ভাগ। ছাইকোলা ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩জন,পাশের হার ৮২.০৫ ভাগ। প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ ও হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ থেকে ১জন করে জিপিএ-৫ পেয়েছে। হান্ডিয়াল কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: