• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হৃদরোগে মারা গেলেন হৃদযন্ত্রের চিকিৎসক !


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
চিকিৎসক
ছবি. ডা. গৌরব গান্ধি

সুমন দত্ত: হৃদরোগের চিকিৎসক মারা গেলেন হৃদরোগেই। ছিলেন দক্ষ ও নামী চিকিৎসক। হাজারো মানুষের হৃদযন্ত্রের অপারেশন হয়েছে তারা হাতে। ভাগ্যের নির্মম পরিহাস। যে রোগের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি, মারা গেলেন সেই রোগে। একেই বলে বিধাতার খেলা। হতভাগ্য এই শল্য চিকিৎসকের নাম ডা. গৌরব গান্ধি। 

৪১ বছর বয়সী এই চিকিৎসক ছিলেন ভারতের গুজরাটের জাম নগরের বাসিন্দা। গত মঙ্গলবার সকালে তার মৃত্যু সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়ে। শহর জুড়ে মানুষের মধ্যে শোক দেখা যায়। কারণ সেখানকার গুরু গোবিন্দ সিংহ সরকারি হাসপাতালে বহু স্থানীয় মানুষের হৃদযন্ত্রের অপারেশন করেছেন তিনি। এতে বেঁচে গিয়েছিল যায় হাজারো প্রাণ। 

তার পরিচিতরা বলছেন, তিনি নিয়মিত জিমে যেতেন ও ক্রিকেট খেলতেন। খাওয়া দাওয়া করতেন সঠিক নিয়মে। তারপরও তার হার্ট অ্যাটাকে মৃত্যু হলো।  

তার মৃত্যুর খবর প্রচারের পর শতাধিক মানুষ শেষকৃত্যে অংশ নেয়। বহুলোক তার বাড়িতে যেয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৮২ সালে জন্ম নেওয়া এই গুণী চিকিৎসক রেখে গেছেন বয়স্ক মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান । সূত্র এনডিটিভি

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image