• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেক্সিকোতে নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ৮জন নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০২ পিএম
মেক্সিকোতে
নাইট ক্লাবে বন্দুকধারীর গুলি

আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকধারীর গুলিতে মেক্সিকোর এক নাইট ক্লাবে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রোববার (২৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার গভীর রাতে মেক্সিকোর উত্তরে জাকাতেকাস রাজ্যের জেরেজ শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, ভারী অস্ত্রধারী বেশ কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।  

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে  ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী এবং দর্শনার্থী  রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে জেরেজ শহরে সহিংসতা মাত্রা ছাড়িয়েছে। সহিংসতার জেরে গত বছর এ এলাকা থেকে শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় চলে যেতে বাধ্য হন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মেক্সিকোর মাদক কারবারের অন্যতম প্রধান এলাকা জাকাতেকাস রাজ্য। মাদকের নিয়ে এ রাজ্যে প্রায়ই জালিসকো নিউ জেনারেশন এবং সিনালোয়া কার্টেলের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image