
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ঘটনস্থলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে কমপক্ষে ২০ জন। এদের উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
জানা যায়, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পর ৪৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
তামাউলিপাস প্রদেশের পুলিশ জানায়, ছাদ ধসে পড়ার সময় গির্জাটিতে শখানেক লোক ছিলেন। দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল।
আটকেপড়াদের মধ্যে বেশকটি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশকিছু ছবিতে দেখা গেছে গির্জার ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও আশপাশের লোকদের ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকাপড়া মানুষদের জন্য অনুসন্ধান চালাতে দেখা যাচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: