• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৮ এএম
কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে
তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় পানিতে তলিয়ে বিল্লাল (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নৌকাডুবির খবরে ভিড় করেন স্থানীয়রা মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, সকালে চাপুইর থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি।

এস আই  আরও বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীর এ জায়গাটিতে গভীরতা অনেক। তাই উদ্ধারে অভিযানে বেগ পেতে হচ্ছে। তাই কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image