• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পূর্বাচলে ৪০ কাঠা সরকারি জমি উদ্ধার 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৪ এএম
পূর্বাচলে
৪০ কাঠা সরকারি জমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার গুলশান রাজস্ব সার্কেলের ডুমনি ভূমি অফিসের আওতাধীন ডুমনি মৌজার ৩০০ ফিট রাস্তা সংলগ্ন এলাকায় ৬৭ শতাংশ বা ৪০.৬০ কাঠা সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ কোটি ৩০ লক্ষ টাকা।

২১ জুন সহকারী কমিশনার (ভূমি) গুলশান রাজস্ব সার্কেল, ঢাকা অভিযান চালিয়ে উক্ত খাস জমি  জেলা প্রশাসন ঢাকার নিয়ন্ত্রণে নিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঢাকা জনাব শিবলী সাদিক আশাবাদ ব্যক্ত করে বলেন, এভাবে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সকল খাস জমি উদ্ধার করা হবে।

এসময় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, সরকারের মালিকানাধীন জমি উদ্ধার করার পাশাপাশি আইনানুগভাবে সরকারের জমি ব্যক্তি পর্যায়ে ব্যবহারের বিষয়ে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, ভূমি সেবা সহজ করা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ অব্যাহত আছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image