• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেঙ্গু জ্বরে সিরাজগঞ্জে আক্রান্ত ১৮ জন, মোট আক্রান্ত ৩২৮ জন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম
ডেঙ্গু জ্বরে সিরাজগঞ্জে আক্রান্ত ১৮ জন, মোট আক্রান্ত ৩২৮ জন
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত) জেলার নয় উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৮ জন। আক্রান্তরা সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরবান আলী শেখ (২৭) নামে এক যুবকের  মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সোমবার (০৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে বলেন, চলতি বছরে সিরাজগঞ্জে এখন পর্যন্ত ৩২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৬৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরো বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য সবধরনের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গুর বিষয় নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image