• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পরমাণু বিদ্যুৎ উৎপাদনে নাম লেখাল বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
হাসিনা
ভার্চুয়াল প্লাটফর্মে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক: রাশিয়া পাবনার রুপপুরে পারমানিবক বিদ্যুৎ প্লান্টের জন্য ইউরেনিয়াম হস্তান্তর করেছে  বাংলাদেশ কে।  ইউরেনিয়াম হস্তান্তরের এই অনুষ্ঠানটি একটি ভার্চুয়াল প্লাটফর্মে হয়। এতে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও যুক্ত ছিলেন।

রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ।  তিনি সশরীরে উপস্থিত থেকে ইউরেনিয়াম হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজকের অনুষ্ঠান উপলক্ষে রুপপুরকে সাজানো হয়। প্রকল্প জুড়ে টানানো হয় রাশিয়া ও বাংলাদেশের জাতীয় পতাকা।  ২৯ সেপ্টেম্বর সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা এজেন্সির  বিশেষ নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান এসে পৌঁছায়। 

আওয়ামী লীগের ইশতেহারে ছিল রুপপুর পারমানবিক প্রকল্প। যা তারা এদিন পূরুণ করল। 
 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image