• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে হোটেল খুলে দিয়েছেন রোনালদো


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৮ পিএম
বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে হোটেল খুলে দিয়েছেন
পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এসেছে পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে অবস্থিত নিজের হোটেল খুলে দিয়েছেন তিনি। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোর মারাক্কেশ শহর ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ঘটনায় মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তির সংখ্যাও অনেক। 

বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম, বিলাসবহুল এই হোটেলটি এখন মরক্কোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আল নাসরের তারকার হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। রোনালদোর হোটেলটি অবস্থিত মারাক্কেশ শহরের এম অ্যাভিনিউ এলাকায়। হোটেলটিতে ১৭৪টি কক্ষ রয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image