• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৯ পিএম
পঞ্চগড়ে
তাপমাত্রা কমে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক : উত্তরের জেলাপঞ্চগড়ের তাপমাত্রা আরও কমেছে।  এই জেলার সীমান্তবর্তী জনপদ তাপমাত্রা কমে আসায় কনকনে শীতে হাড় কাঁপছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ছয়টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ৩ ঘণ্টা পর সকাল নয়টায় তাপমাত্রা আরও কমে ১১ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। এই মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার ভোরে গত দুইদিনের থেকে অল্প কুয়াশা থাকলেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকাল আটটার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে নাজেহাল এই জেলার মানুষ। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। তবে শীত উপেক্ষা করে সকালে চা-শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন নিম্ন-আয়ের লোকজনকে জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image