• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রুবলের বিনিময়ে রাশিয়ার তেল-গ্যাসে জার্মানির ‘না’


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১২ পিএম
রাশিয়ার তেল-গ্যাসে জার্মানির ‘না’
রাশিয়ার তেল-গ্যাসে জার্মানির ‘না’

আন্তর্জাতিক ডেস্ক: রুবলের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস না কেনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। রোববার (১ মে) জার্মান অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে স্বনির্ভর হতে এরই মধ্যে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে রাশিয়া থেকে তেল-গ্যাস নেওয়া বন্ধ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজের ‘সর্বনাশ’ ডেকে আনছে বলে মন্তব্য করেছে মস্কো।

যতই দিন গড়াচ্ছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের রেশ ধরে তেল, গ্যাস, কয়লা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সংকট ততই গভীর হচ্ছে।

মস্কোর বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে এপ্রিলের প্রথম দিন থেকেই রুবলে জ্বালানির দাম পরিশোধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার রুবলের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস না কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছে জার্মানি।

স্থানীয় সময় রোববার (১ মে) এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, রাশিয়ার তেল-গ্যাস ও কয়লার ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে চাইছে জার্মানি।  

জার্মান অর্থনীতি ও জলবায়ুবিষয়ক মন্ত্রী রোবেয়ার্ট হাবেক জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে জার্মানিসহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের তেল-গ্যাস সরবরাহের চুক্তিটি বহু পুরনো এবং এর মেয়াদ এখনো শেষ হয়নি। এমন পরিস্থিতিতে রুবলে দাম পরিশোধের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।

এদিকে জার্মানি ও ইইউর দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘অপরাজনীতির ফাঁদে’ পড়ে রাশিয়া থেকে তেল-গ্যাস নেওয়া বন্ধ করে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন রুশ সিনেটর সের্গেই বুলাকভ। তিনি বলেন, রাশিয়ার চেয়ে কম দামে তেল ও গ্যাস আর কেউ সরবরাহ করতে পারবে না।  

এর আগে রুবলে জ্বালানির দাম পরিশোধের অস্বীকৃতি জানালে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image