
ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের এ ঘটনায় এখন চিকিৎসাধীন রয়েছেন চারজন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫) ও মো. আলমগীর (৩৩)। চিকিৎসাধীন সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. আইউব হোসেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনাহয়।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: