• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উত্তরাঞ্চলের ১১ জেলায় গ্যাস সংযোগ জুনে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৪ পিএম
উত্তরাঞ্চলের ১১ জেলায়
গ্যাস সংযোগ জুনে

নিউজ ডেস্ক : রংপুর-নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের ১১ জেলায় আগামী বছরের জুন মাসে গ্যাস সংযোগ দেওয়া হবে বলেছেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান। শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সংযোগ লাইন ও সিজিএস নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর’ সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া সিজিএস-বিটিএস ও রিভার ক্রসিং পাইপলাইন স্থাপনের কাজ চলমান।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নাজমুল আহসান।

এ সময় পেট্রোবাংলা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image