• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাবুল আক্তারকে পিবিআই প্রধানের মামলা থেকে অব্যাহতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৩ এএম
পিবিআই প্রধানের মামলা থেকে অব্যাহতি
বাবুল আক্তার

নিউজ ডেস্ক : পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বাবুল আক্তারকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) আদালত এই আদেশ দেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন  পিবিআই প্রধান।

অনলাইনে প্রচারিত ইলিয়াসের একটি ভিডিওর কারণে মামলাটি করা হয়েছিল। মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছিলো এই মামলায়।

মামলার অপর ৩ আসামি হলেন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু, তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও সাংবাদিক ইলিয়াস হোসেন। এদের মধ্যে বাবুল আক্তার এখন কারাগারে, তার বাবা ও ভাই জামিনে ছিলেন এবং ইলিয়াস হোসেন দেশের বাইরে রয়েছেন।
 
মামলার বিবৃতিতে আসামিদের বিরুদ্ধে বনজ কুমার মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করা, সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন।

২০১৬ সালের ৫ জুন বন্দর নগরীর জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image