• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার বিচার শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম
সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার বিচার শুরু
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও স্ত্রী মাহমুদা আক্তার মিতু

ডেস্ক রিপোর্টার : সাত বছর পর চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার বিচারকাজ সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে। এতে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।

রোববার (০৯ এপ্রিল) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মো. আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরমধ্য ‍দিয়ে মিতু হত্যাকাণ্ডের সাত বছর পর তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিচার শুরু হয়েছে।

বাবুল আক্তারের পক্ষে শুনানিতে আছেন আইনজীবী গোলাম মাওলা মুরাদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ।

আদালত বসার পর বাবুলের আইনজীবীরা জানান, তারা অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি আবেদন করেছেন। এ কারণ দেখিয়ে সাক্ষ্যগ্রহণ ঈদের পরে শুরু করার জন্য সময় চান তারা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষ প্রায় ৪৫ মিনিট যুক্তি তর্ক উপস্থাপন করে। তর্ক শেষে আদালত সাক্ষ্যগ্রহণ  শুরুর আদেশ দিলে মিতুর বাবা মোশাররফ হোসেন প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া শুরু করেন।

গত ১৩ মার্চ এ আদালতই বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর সিদ্ধান্ত দেয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image