নিউজ ডেস্ক: বেসামরিক এলাকায় ভারী সামরিক সরঞ্জাম ব্যবহারের ঝুঁকির কারণে গাজায় ইসরায়েলের স্থল অভিযান সহজতর হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
শুক্রবার কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, ‘ আমরা বুঝি এটার মানে কি । আধা- পেশাদারভাবে বলা যেতেই পারে । তবে আবাসিক এলাকায় ভারী সরঞ্জাম ব্যবহার করা একটি কঠিন কাজ । এটি সব পক্ষের জন্য গুরুতর পরিণতি নিয়ে আসবে ।
তিনি আরও বলেন, সরঞ্জাম ছাড়া এই ধরনের অভিযান চালানো আরও কঠিন । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বেসামরিক ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য না । প্রায় ২০ লাখ মানুষ এখানে বাস করে ।
রাশিয়া বারবার বেসামরিক নাগরিক বা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে এবং বিপরীতে অপ্রতিরোধ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউক্রেনে তার আগ্রাসনকে ‘ বিশেষ সামরিক অভিযান ’ বলে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে । তবে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে মস্কো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: