• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টঙ্গীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ২


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম
টঙ্গীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ

মেডিকেল প্রতিনিধি : গাজীপুর টঙ্গী থানাধীন মধুমিতা রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চাপায় মোঃ নবীন (১৮) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক নেত্রকোণার পূর্বধলা থানার ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

নিহতের ছোট বোন মোছাঃ খাদিজার তথ্য মতে, গতকাল রাত ১১টায় টঙ্গী মধুমিতা রেলগেটে, ঢাকা হতে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস রেলগেটে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে, ট্রাকটি পাশে দাড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়, এতে অটোরিকশা চালক নবীন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আজ ভোর ৫ টায় (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে নবীনকে মৃত ঘোষনা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে নবীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেএসসি/সানি

আরো পড়ুন

banner image
banner image