• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না : খসরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩০ পিএম
মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে। গণতান্ত্রিক সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকলে দেশে তিন গুণ বেশি উন্নয়ন হতো।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার (২ সেপ্টেম্বর) গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
আমীর খসরু বলেন, গণতন্ত্র ছাড়া, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। দেশকে দেউলিয়া করে দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা প্রকৃত উন্নয়ন নয়। গণতান্ত্রিক সরকার হলে  টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন দেশে এর চেয়ে তিন গুণ বেশি উন্নয়ন হতো। কিন্তু এ সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে।

আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, এই সরকার জনগণের সরকার নয়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকার এক অস্বাভাবিক সরকার। বাংলাদেশে এখন আর ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার বলতে কিছু নেই।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ব্যাংকগুলোতে টাকা নেই। সরকারের তহবিলে ও রিজার্ভে টাকা নেই। প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। এক লাখ কোটি টাকার ওপরে পাচার করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image