• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর ঢালকানগর লেন গেন্ডারিয়ার রাস্তা ও ড্রেন নির্মাণ কার্যক্রমের উদ্বোধন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩১ পিএম
রাজধানীর ঢালকানগর লেন গেন্ডারিয়ার রাস্তা ও ড্রেন নির্মাণ
 ৪৬নং ওয়ার্ডের কমিশনার ও ভারপ্রাপ্ত মেয়র মো. শহিদুল্লাহ মিনু

ষ্টাফ রিপোর্টার : সোমবার (১৭ জুলাই) বিকেল ৪টায়  ৪৬নং ওয়ার্ডের কমিশনার ও ভারপ্রাপ্ত মেয়র, দক্ষিণ সিটি করপোরেশন মো. শহিদুল্লাহ মিনু গেন্ডারিয়ার, ঢালকানগর লেনের (পূর্ব অংশ) ক্ষতিগ্রস্থ প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ, ড্রেন নির্মাণ এবং মশক নিধন কার্যক্রমের  উদ্বোধন করেন। 

ইতিপূর্বে ঢালকা নগর লেনের পশ্চিম অংশের রাস্তা নির্মান হলেও পূর্ব অংশের বাসন্দিারা ছিল অবহেলিত । আজ ঢালকানগর আহমেদ মঞ্জিল লেনের সামনে থেকে পাকা মসজিদ হয়ে বাঘাবাড়ি পর্যন্ত এবং ঢালকানগর জামে মসজিদ (ছাপড়া মসজিদ) থেকে ৪৬নং ওয়ার্ডের পূর্ব দিক ক্ষতিগ্রস্থ বিভিন্ন গলি-সড়ক ও ড্রেনেজ সিস্টেম নির্মাণে  উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে শহিদুল্লাহ মিনু বলেন, অত্র এলাকার দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারনে অতি বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হতো । যার ফলে এ এলাকার মানুষ কস্টে দিনাতিপাত করতো। আমি অনেকবার মেয়র সাহেবের কাছে এলাকার এই দুরবস্থার কথা তুলে ধরেছি। কিন্তু দেরিতে হলেও আজ এ কাজের উদ্বোধন করতে পেরে আমি এলাকাবাসীর সাথে আনন্দিত। 

এলাবাসীকে অনুরোধ করবো সরকারী রাস্তা ও ড্রেনের জায়গা ছেড়ে দিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণে সার্বিক সহায়তা করার জন্য। রাস্তা নির্মাণকারী ঠিকাদারদের বলবো দ্রুতগতিতে এ কাজ সম্পন্ন করতে। যাতে এলাকাবাসীকে নতুন করে র্দূভোগ পোহাতে না হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক, ইঞ্জিনিয়ার, ঠিকাদারসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন স্থানীয় পঞায়েতের সভাপতি আমীন উদ্দিন, রাজা মিয়া, হাফিজুদ্দিন হাপু, লতিফুল বারী হামিম, স্কুল শিক্ষক জাকির হোসেনসহ এলাকার বিভিন্ন বাড়ির মালিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়ার্ডে কমিশনার এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সরজমিনে দেখার জন্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন। রাস্তার কাজের উদ্বোধনের পূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা জাফর আহমেদ । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image