• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৭ বছর পর ইরানের দূতাবাস চালু হলো সৌদিতে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৩ পিএম
৭ বছর পর
সৌদিতে দূতাবাস চালু করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে দীর্ঘ সাত বছর পর পুনরায় দূতাবাস চালু করেছে ইরান কূটনৈতিক সম্পর্কে ফাটলের কারণে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ইরান। 

মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে দূতাবাস চালু উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বেগদালি এবং জেদ্দায় নিযুক্ত ইরানের প্রতিনিধি হাসান জারনগর আবরগৌই। 

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার সৌদির বন্দর নগরী জেদ্দায়ও দূতাবাস চালু করতে পারে ইরান।

সোমবার সৌদি আরবে ফের কূটনৈতিক মিশন চালু করার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের ফাঁকে ইরান ও সৌদির শীর্ষ  কূটনীতিকরা বৈঠক করেছিলেন।

পারস্য উপসাগরীয় দেশ ইরাক এবং ওমানের মধ্যস্থতায় দুই বছরের আলোচনার পর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয় ইরান। আলোচনার চূড়ান্ত পর্বে মধ্যস্থতা করেছিল চীন।

জানা গেছে, ইরানে ফের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে কবে নাগাদ চালু করতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৬ সালের জানুয়ারিতে সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলার পরে তেহরানে দূতাবাস বন্ধ করে দেয় সৌদি আরব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image