• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফিল্ম ফেস্টিভ্যালে 'বেস্ট হরর' জিতল মশারি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম
হলিশর্টস 'বেস্ট হরর' জিতল মশারি
'বেস্ট হরর' জিতল মশারি

বিনোদন ডেস্ক : হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে অস্কার যোগ্যতা অর্জনকারী সেরা হরর মুভি হিসেবে জিতেছে নুহাশ হুমায়ূনের নির্মিত ছবি ‘মশারি’। শুধু তাই নয়, এ প্রতিযোগিতার সেরা আটটি ফিল্মের একটি হিসেবেও সম্মানিত করা হয়েছে ছবিটিকে।

নুহাশ হুমায়ূন তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের উদ্দেশে এ খুশির খবরটি শেয়ার করেন।

চলতি বছরের ১৩ মার্চ মশারি ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনায় ছিলেন জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুনেরা বিন্তে কামাল। ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি পান।

ছবিতে আরও অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদের মেয়ে অনোরা। ২২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে উঠে এসেছে পৃথিবীর ধ্বংসের শেষপ্রান্তে জনমানব শূন্য দুই বোনের গল্প।

এর আগে আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কার পায় ছবিটি।

ফ্যান্টাস্টিক সেভেন, সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসব, ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল এমনকি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘মশারি’।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image