
নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতে এক দিনে রেকর্ড পরিমাণ ১৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। বর্তমানে যৌথভাবে ইরাক ও সৌদি আরব থেকে আমদানিকৃত তেলের চেয়েও বেশি রাশিয়া থেকে আমদানি করছে ভারত।
রাশিয়া টানা পাঁচ মাস ভারতের সর্বাধিক অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে। ভারতের গোটা আমদানির এক-তৃতীয়াংশের বেশি তেল আসছে রাশিয়া থেকে। আমদানির পর ভারতে এই অপরিশোধিত তেল ডিজেল ও পেট্রোলে রূপান্তর করা হয়। তেলবাহী কার্গো ট্র্যাকিংকারী প্রতিষ্ঠান ভরটেক্সা’র বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে।
অথচ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের রুশ তেল আমদানি ১ শতাংশেরও কম ছিল। যুদ্ধ শুরুর পর ডিসকাউন্ট মূল্যে তেল রপ্তানি করায় ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ আমদানি শুরু করে।
চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অপরিশোধিত তেল আমদানিকারক ভারত।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: