• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এবছর বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ মন্দায় পড়বে : জর্জিয়েভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৬ এএম
এবছর বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ মন্দায় পড়বে
ক্রিস্টালিনা জর্জিয়েভা

আন্তর্জাতিক ডেস্ক: সিবিএস নিউজে সম্প্রচারিত অনুষ্ঠান ফেস দ্য নেশনে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, আমরা আশঙ্কা করছি, বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। এমনকি এর বাইরেও যেসব দেশ মন্দায় পড়বে না তারাও মন্দার প্রভাব অনুভব করতে পারবে।

শূন্য কোভিড নীতির কারণে আগে থেকেই প্রায় স্থবির হয়ে থাকা চীনা অর্থনীতি আরও ধীর হয়ে যেতে পারে। কারণ, দেশটি শূন্য কোভিড নীতি প্রত্যাহারের পর দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের হার আরও বাড়তে শুরু করেছে। তাই ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন, চীনের জন্য ২০২৩ সাল শুরু থেকেই খুবই কঠিন হতে যাচ্ছে।

আইএমএফ প্রধান বলেছেন, আগামী কয়েক মাস চীনের জন্য খুবই কঠিন হবে এবং চীনা প্রবৃদ্ধির ওপর এর প্রভাব হবে নেতিবাচক। আর চীনের এই অবস্থা সামগ্রিকভাবে এই অঞ্চলের ওপর প্রভাব নেতিবাচক ফেলবে এবং একইভাবে বৈশ্বিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image