• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লিটারে ১০ টাকা কমে পাওয়া যাবে সয়াবিন তেল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০১ পিএম
লিটারে ১০ টাকা কমে পাওয়া যাবে
সয়াবিন তেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কমিয়েছে। লিটারে ১০ টাকা কমিয়ে খোলা সয়াবিন তেল ১৫৯ টাকা ও বোতলজাত সয়াবিনের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিভিওআরভিএমএ।

বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম আট টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।

বিভিওআরভিএমএ আরো জানায়, সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।

এছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image