• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিপর্যয়ের পর সবার আগে বিদ্যুৎ পায় ময়মসিংহে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম
সবার আগে বিদ্যুৎ পায় ময়মসিংহে
জাতীয় গ্রিড

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ : জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে আকষ্মিকভাবে মঙ্গলবার দুপুর ০২:০৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) অনাকাঙ্খিতভাবে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

পিজিসিবি'র প্রকৌশলীগণ দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করে পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরফলে দেশের প্রথম ময়মনসিংহে ২টা ৫৮ মিনিটে পুনরায় বিদ্যুৎ পায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে. এম জসিম উদ্দিন।

বিদ্যু উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে. এম জসিম উদ্দিন জানান মঙ্গলবার রাত ৮টায় জানান, ময়মনসিংহ অঞ্চলে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তন্মধ্যে শম্ভুগঞ্জ আরপিসি থেকে পাওয়া যাচ্ছে ৮৭ মেগাওয়াট। প্রাপ্ত বিদ্যুৎতের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৪ মেগাওয়াট সরবরাহ দেয়া হচ্ছে। বাকী বিদ্যুৎ এ অঞ্চলের অন্যান্য জেলার বন্টন করে দেয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া গেলে পর্যায়ক্রমে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া হবে বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

এদিকে রাত ৮টার পর ময়মনসিংহের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা।

এদিকে পিজিসিবি ও পিডিবি’র প্রকৌশলীগণের অত্যন্ত আন্তরিক দক্ষতার সাথে কাজ করার প্রেক্ষিতে দ্রæততার এবং দেশের মধ্যে ময়মনসিংহে প্রথম আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু করায় সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রকৌশলীদের গ্রাহকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image