• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
জলঢাকায়
বিজয় দিবস উদযাপন 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। দিনের প্রথম প্রহরে জলঢাকা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জলঢাকা থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও  সহযোগী সংগঠন ও উপজেলা বিএনপি,জাতীয় পার্টি  প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, ও শ্রমিক সংগঠন এতে অংশ নেয়। 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন ও সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর । এতে অংশ নেন জলঢাকা থানা পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউট ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী। 

সেখানে উপজেলা মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ভূমি অফিসার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয, থানার অফিসার ইনচার্জ  সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image