• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: মন্ত্রিপরিষদ সচিব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকারি গুদামে ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে তাই দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের বিভিন্ন স্থানে আমন উৎপাদন ভালো হয়েছে বলে জেলা প্রশাসকরা তথ্য দিয়েছেন। তবুও পাঁচটি দেশ রাশিয়া, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে খাদ্যশস্য আমদানি করা হবে।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চালুর ফলে চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা কমেছে। খাদ্যবান্ধব কর্মসূচি আরও অন্তত তিন মাস পর্যন্ত পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image