• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মশা মারতে বিটিআই প্রয়োগ শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
মশা মারতে বিটিআই প্রয়োগ শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশন

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে অতিষ্ঠ রাজধানীবাসীকে মুক্তি দিতে এবার নতুন কীটনাশক প্রয়োগ শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান-২-এ প্রথমবারের মতো বিটিআই প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। এরপর সচেতনতামূলক র‍্যালি ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র মো. আতিকুল জানান, আগামী রোববার (৬ আগস্ট) থেকে সব সড়কে বিটিআই ছিটাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে।

সিঙ্গাপুর থেকে আনা বিটিআইকে বলা হচ্ছে পরিবেশবান্ধব ও বায়োলজিক্যাল লার্ভিসাইড, যা ব্যবহার করে এরই মধ্যে সুফল পেয়েছে ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার অনেক দেশ। ২৫ গ্রামের এক প্যাকেট কীটনাশক ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করা যাবে ২৫ বর্গমিটার এলাকায়। ওষুধের কার্যকারিতা থাকবে ১০ থেকে ১৫ দিন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বিটিআই প্রয়োগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মশকনিধনে নতুন এই কীটনাশক নতুন দিগন্তের উন্মোচন করবে।

শুধু কীটনাশকই সমাধান নয় জানিয়ে মশকনিধনে সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা প্রত্যাশা করে নগর কর্তৃপক্ষ।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image