• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩০ পিএম
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে
আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত পলাতক সেনা কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই খুনি এ বি এম এইচ নূর চৌধুরীকে কানাডা থেকে ও রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর ব্যাপারে আলোচনা চলছে। 

হত্যাকাণ্ডের পরপরই খুনিরা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের কয়েকজনকে বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এখনও পাঁচজন বাকি আছে। এরা হলেন: আব্দুর রশীদ, রাশেদ চৌধুরী, এ বি এম এইচ নূর চৌধুরী, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন।

পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের প্রধান চক্রান্তকারী মেজর শরীফুল হক ডালিমের অবস্থান এখনও জানা যায়নি। তবে আমরা জানি, কর্নেল রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। আর হত্যাকাণ্ডের আরেক চক্রান্তকারী নূর চৌধুরী রয়েছেন কানাডায়। খুনিদের  দেশে ফিরিয়ে আনাতে আমাদের আলোচনা চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image