
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচীর অংশ হিসাবে ১৪ নভেম্বর (মঙ্গলবার) সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প/কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানটি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে প্রর্দশিত হয়।
এসময় ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফিজার রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিনসহ উপজেলার সকল অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন এর অংশ হিসাবে ফুলবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসের নবনির্মিত ভবনে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধরী, উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল, সাব-রেজিষ্টার অফিসার অশোক কুমার বসাকসহ রেজিস্ট্রি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: