
নিউজ ডেস্ক : শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ই বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক ও নির্বাচনকালীন সরকার চাই না। এদেশের সাধারণ জনগণও চায় না।
মঙ্গলবার ( ১৮ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনের রাস্তার একপাশে দুটি ট্রাকের উপর খোলা মঞ্চে দাঁড়িয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। কেন্দ্রীয় নেতারাও একই মঞ্চে অবস্থান করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের এক দফা, তা হলো বাংলাদেশের সংবিধান। আমরা নির্বাচনেও শান্তি চাই, নিবাচনের পরেও শান্তি চাই।
আ'লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন ভুয়া, পদযাত্রা ভুয়া। তাদের জোটও ভুয়া, তাদের স্বপ্ন- সবই ভুয়া। এসব ভুয়া কার্যক্রমেই তাদের পতন অনিবার্য।
শান্তি সমাবেশ শুরুর আগে থেকেই ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে হাতে এবং ট্রাক বোঝাই করে ঢাকঢোল বাজিয়ে সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।
শান্তি সমাবেশে উপস্থিত আছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, সাবেক দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবদুল আউয়াল শামীম, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভপতি অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: