পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কে ঝড়লো মোঃ জলিল হাওলাদার (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর প্রাণ। নিহত জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৫ টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি বাড়ি মসজিদের সম্মুখ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূএে জানা যায়,মাছ ব্যবসায়ী জলিল প্রতিদিনের ন্যায় সকাল ৫ টারদিকে মোটর সাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়া পথে ভান্ডারিয়া ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নষ্ট হয়ে পড়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ভান্ডারিয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) আশিকুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: