
সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক সুদেব সাহা।
এ সময় পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন এডভোকেট।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সম্মেলন বক্তা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য এডভোকেট অসীম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক শিক্ষক হরিপদ সূত্রধর প্রমুখ। পরে পিয়াস চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হরিরামপুর উপজেলা শাখার সভাপতি এবং সুকুমার চন্দ্র দত্ত (বিল্টু) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: